Last Updated on 27th April 2025 by Naima Begum
ভাইয়ের বিবাহ বার্ষিকী শুধু একটা তারিখ নয়, এটা ভাই ও ভাবির একসাথে পথচলার একটা বছরপূর্তি। এই দিনটা তাদের জীবনের একদম স্পেশাল একটা দিন। আর ভাইয়ের বিবাহ বার্ষিকীতে নিজের মতো করে উইশ করা বা শুভেচ্ছা জানালে ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর ও গভীর হয়।
আমরা অনেক সময় ইচ্ছা থাকলেও ঠিক বুঝে উঠতে পারি না ভাই আর ভাবিকে কীভাবে শুভেচ্ছা জানাবো। কী বললে ওদের মুখে হাসি ফুটবে, এই ভাবনাটা থেকেই, এই লেখায় আমরা নিয়ে এসেছি ১০০+ ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা।
এই শুভেচ্ছাগুলো আপনি ভাই ও ভাবিকে ফেসবুকে স্ট্যাটাস, স্টোরি বা হোয়াটসঅ্যাপে মেসেজ হিসেবেও পাঠাতে পারেন।
আশা করি, এই লেখার মধ্য থেকে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেই শুভেচ্ছা বার্তাটি, যেটা দিয়ে ভাইয়ের মুখে হাসি ফোটানো যায়।
তাই দেরি না করে বেছে নিন আপনার পছন্দের সেরা ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছাটি, এই লেখা থেকে।
ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
ছোট কিংবা বড় ভাইয়ের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা পাঠাতে অনেকেই ভাইয়ের বিবাহবার্ষিকী শুভেচ্ছা লিখে গুগলে সার্চ করেন। তাদের জন্য এই সেকশনে শেয়ার করা হলো ইউনিক কিছু ভাইয়ের বিবাহবার্ষিকী শুভেচ্ছা।
শুভ বিবাহ বার্ষিকী, ভাই ও ভাবি। আজকের এই বিশেষ দিনে আপনাদের প্রতি রইল আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ যেন আপনাদের সম্পর্ককে আরও সুন্দর, মজবুত ও সুখময় করে তুলেন।
আজকের এই দিনে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই আমার সবচেয়ে প্রিয় জুটি ভাই ও ভাবিকে। তোমাদের দুজনের ভালোবাসা যেন দিন দিন আরও গভীর হয়, সম্পর্ক হয়ে ওঠে আরও মজবুত ও সুন্দর। সুখ-শান্তি ও আনন্দে কাটুক প্রতিটি দিন।
প্রিয় ভাইয়া! আজকের স্পেশাল দিনে, স্পেশাল ভাবে প্রার্থনা করি, আপনাদের দু’জনের বন্ধন যেন আরও মজবুত হয়, ভালোবাসা ও আনন্দে ভরে ওঠে জীবন। একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হোক সুখময় ও মধুর। শুভ বিবাহ বার্ষিকী, দাদা ও ভাবি!
শুভ বিবাহ বার্ষিকী ভাই। দোয়া করি ভালোবাসা ও সুখে কাটুক আরও অনেক বছর, ভালোবাসা, বিশ্বাস ও সুখে কাটুক তোমাদের একসাথে হাজারো বছর।

কাউকে সংসার জীবনের উদাহরণ দিলে গেলে যার কথা সবার আগে আসে তিনি হচ্ছেন আপনি। আপনাদের সংসার জীবনে সুখ দেখে মাঝে মাঝে আমার হিংসা হয়। আবার দোয়া করি কারো বদ নজর যেনো না লাগে আপনাদের জীবনে। আজকের এই দিনে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইলো ভাই।
শুভ বিবাহ বার্ষিকী, দাদা ও বৌদি। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুন, একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা যেন কখনও কমে না যায়। প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক মধুর ও স্মরণীয়।
বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
বড় ভাই হচ্ছেন ভরসার অন্যতম জায়গা। তার জীবনের বিশেষ দিনে আমাদের উচিত সুন্দর কিছু বার্তা পাঠানো। তাই এই সেকশনে শেয়ার করা হলো বটবৃক্ষের মতো বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা।
বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো বড় ভাইয়া। তোমাদের জীবনে ভালোবাসার আলোর ছোঁয়া চিরকাল বজায় থাকুক। একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হোক আনন্দময় ও স্মরণীয়।
প্রিয় বড় ভাই, আজকের এই শুভ দিনে তোমাদের প্রতি রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থেকো, সুখ-দুঃখ ভাগাভাগি করো এবং ভালোবাসায় জীবন ভরিয়ে তোলো। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ভাই ও ভাবি, তোমাদের সুখী দাম্পত্য জীবন যেন ঈর্ষণীয় হয়ে ওঠে! এই দিনটি তোমাদের জীবনে আরও ভালোবাসা ও মধুরতা নিয়ে আসুক, ভালোবাসা ও আনন্দে কাটুক প্রতিটি বছর এই কামনা করি। শুভ বিবাহ বার্ষিকী!

শুভ বিবাহ বার্ষিকী, বড় ভাই ও ভাবি। আজকের এই বিশেষ দিনে তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। জীবন হোক সুখময়, ভালোবাসায় ভরা, আর সম্পর্ক থাকুক অটুট ও মজবুত চিরকাল।
আমার একমাত্র বড় ভাইয়ার বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে সুখ, শান্তি ও আনন্দে ভরিয়ে দিন। দোয়া করি, সবসময় একে অপরের পাশে থেকো, ভালোবাসা ও বিশ্বাসে পথ চলো।
ছোট ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
ছোট ভাইয়ের বিবাহ বার্ষিকীতে অনেকেই তাকে সুন্দর সুন্দর শুভেচ্ছা জানাতে চান, তাদের জন্যে এই লেখাতে আজকে থাকছে অসাধারণ সব ছোট ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা।
শুভ বিবাহ বার্ষিকী, ছোট ভাই। এই বিশেষ দিনে তোমাদের জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ তোমাদের জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় ভরিয়ে দিন। একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়।
আজকের এই বিশেষ দিনে ছোট ভাই তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের ভালোবাসা দিন দিন আরও গভীর হোক, সম্পর্ক আরও মজবুত হোক। সুখ-শান্তি আর হাসি-আনন্দে কাটুক জীবনের প্রতিটি বছর।
এই সুন্দর দিনে তোমাদের প্রতি রইল অনেক ভালোবাসা ও শুভ কামনা। একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা রেখো, আর সারাজীবন একসঙ্গে সুখে-শান্তিতে থেকো সেই প্রার্থনা করি। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইলো।

শুভ বিবাহ বার্ষিকী, ছোট ভাই ও ভাবি। তোমাদের দাম্পত্য জীবন যেন ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ হয়। একসঙ্গে কাটানো প্রতিটি বছর আরও রঙিন ও স্মরণীয় হয়ে উঠুক সেই দোয়া করি।
ভালোবাসা, সুখ ও শান্তিতে কাটুক তোমাদের জীবন। আল্লাহ তোমাদের জীবন মঙ্গলময় করুন, প্রতিটি দিন হোক হাসি-আনন্দে ভরা। সুখ-শান্তিতে কাটুক একসাথে আরও অনেক বছর। শুভ বিবাহ বার্ষিকী, ছোট ভাই।
ভাইয়ের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
আজকের এই স্পেশাল দিনে একটাই প্রার্থনা করি। এই দিনটি তোমাদের জীবনে আরও ভালোবাসা ও সুখ বয়ে আনুক। তোমাদের হাসি-খুশি মুখ দেখেই আমরা আনন্দ পাই। সারাজীবন যেন এমনই ভালোবাসায় ভরা থাকে তোমাদের জীবন। শুভ বিবাহ বার্ষিকী ভাই।
শুভ বিবাহ বার্ষিকী ভাইয়া। দোয়া করি প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থেকো, ভালোবাসা ও বিশ্বাসে পথ চলো। তোমাদের সম্পর্ক যেন আরও গভীর হয়, ভালোবাসায় ভরা থাকুক সারাজীবন।
আজকের এই স্পেশাল দিনটি জন্য অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। ভাইয়া আপনাকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনটা হাজার বার ফিরে আসুক আপনাদের জীবনে এই দোয়া করি। শুভ বিবাহ বার্ষিকী দাদা ভাই।
এই দিনটি তোমাদের জীবনে আরও ভালোবাসা ও সুখ বয়ে আনুক! ভাই ও ভাবি, তোমাদের হাসি-খুশি মুখ দেখেই আমরা আনন্দ পাই। সারাজীবন যেন এমনই ভালোবাসায় ভরা থাকে তোমাদের জীবন সেই দোয়া করি।
শুভ বিবাহ বার্ষিকী, ভাই ও ভাবি! প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থেকো, ভালোবাসা ও বিশ্বাসে পথ চলো। তোমাদের সম্পর্ক যেন আরও গভীর হয়, ভালোবাসায় ভরা থাকুক সারাজীবন।
ভাই ভাবি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
প্রিয় ভাই ও ভাবিকে তাদের ম্যারেজ এনেভার্সারিতে শুভেচ্ছা পাঠাতে বেছে নিন আপনার পছন্দের ভাই ভাবি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা এই সেকশন থেকে।
আজকে আমার দেখা সবচেয়ে সুন্দর ও বেস্ট জুটির বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী ভাইয়া ও ভাবি। আল্লাহ তোমাদের জীবন মঙ্গলময় করুন, প্রতিটি দিন হোক হাসি-আনন্দে ভরা।
শুভ বিবাহ বার্ষিকী, ভাই ও ভাবি! আজকের এই বিশেষ দিনে তোমাদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের দাম্পত্য জীবন হোক সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ। একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে সারাজীবন একসঙ্গে কাটাও!

আজকের এই স্পেশাল দিনে দোয়া করি, আপনাদের ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে, প্রতিটি দিন হয়ে উঠুক আরও সুন্দর ও আনন্দময়। সুখ-শান্তিতে কাটুক জীবনের প্রতিটি মুহূর্ত। শুভ বিবাহ বার্ষিকী ভাবি ও ভাইয়া।
শুভ বিবাহ বার্ষিকী, দাদা ও বৌদি। তোমাদের ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে, সুখ-শান্তিতে ভরে উঠুক প্রতিটি দিন। সারাজীবন একে অপরের পাশে থেকো, ভালোবাসা ও সম্মানের বন্ধন শক্তিশালী হোক।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয় ভাইয়া ও ভাবি! আল্লাহ তোমাদের ভালোবাসা ও সম্পর্ককে আরও মজবুত করুন। হাজারো বছর একসঙ্গে সুখে-শান্তিতে থেকো সেই কামনা করি।
রিলেটেডঃ
- খালাতো বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- ইউনিক ক্যাপশন
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস
- বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
- বউকে জন্মদিনের শুভেচ্ছা
- স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা
- ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- ভাবির জন্মদিনের শুভেচ্ছা
শেষ কথা
ধন্যবাদ আমাদের লেখা সময় নিয়ে পড়ার জন্য। আশা করি এখানে দেওয়া ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে আপনি পেয়ে গেছেন ঠিক সেই কথাগুলো, যেগুলো দিয়ে ভাই আর ভাবিকে একটু স্পেশাল ফিল করাতে পারবেন।
ভাইয়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি যেমন মনে গেঁথে থাকে, তেমনি ভাবির সাথে গড়ে ওঠা একটা মিষ্টি বন্ধনও আমাদের জীবনের অংশ হয়ে যায়। তাদের জীবনের এই বিশেষ দিনে যদি আমরা একটু ভালোবাসা, একটু যত্ন নিয়ে শুভেচ্ছা জানাই, তাহলে সেটা শুধু একটা শুভেচ্ছা বার্তা না, হয়ে ওঠে সম্পর্কের গভীরতার প্রমাণ।
তাই যতবারই ভাইয়ের বিবাহ বার্ষিকী আসবে, মনে রাখবেন, একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা অনেক বড় ভালোবাসা প্রামাণ হয়ে উঠতে পারে।
শুভ বিবাহ বার্ষিকী, ভাই ও ভাবি! আপনারা দুজন ভালো থাকুন, সুখে থাকুন, আর এভাবেই ভালোবাসায় পথ চলতে থাকুন বছরের পর বছর। এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই লেখা, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।