Last Updated on 21st April 2025 by Naima Begum
বাবা শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি আশ্রয়, এক নির্ভরতার নাম। তিনি সবসময় সামনে থাকেন না, কিন্তু তাঁর ছায়া পড়ে আমাদের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি স্বপ্নে। বাবার ভালোবাসা মায়ের মতো প্রকাশ্য নয়, কিন্তু তার গভীরতা অনেক বেশি। সেই ভালোবাসা লুকিয়ে থাকে প্রত্যেকটি পরিশ্রমের ঘামে, প্রত্যেকটি চিন্তিত চোখের কোণে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখনো তিনি জেগে থাকেন আমাদের ভবিষ্যতের চিন্তায়।
তাই বাবাকে নিয়ে শুধু ভাবলেই হবে না, তাঁর গল্পগুলো বলা দরকার। তাঁর জন্য লেখার দরকার। কারণ তাঁর ভূমিকা নিঃশব্দ হলেও, প্রভাবটা সারাজীবনের। এই জন্যেই এই লেখার আয়োজন।
অনেকেই মাথার উপরের ছায়া নামক বাবা নিয়ে স্ট্যাটাস দিতে চান, তাই বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও ছন্দ খোজে থাকেন, তাই আমরা এই লেখাতে শেয়ার করছি ৩০০+ অসাধারণ বাবাকে নিয়ে স্ট্যাটাস। তাহলে দেরী না করে চলুন দেখে নেই সেই ক্যাপশন ও স্ট্যাটাসগুলি।
বাবাকে নিয়ে স্ট্যাটাস
বাবা এমন এক ছায়া, যিনি নিজে রোদে পুড়ে সন্তানকে আগলে রাখেন ছায়ায়। জীবনের প্রতিটা ধাপে যখনই হোঁচট খেয়েছি, বাবার হাতটা ছিল শক্ত করে ধরা। তোমার মতো ভালোবাসা দেওয়ার মতো মানুষ এই পৃথিবীর আর কোথাও নেই, বাবা।
ভরসার আরেক নাম বাবা! হাজার কষ্ট লুকিয়ে নীরব থেকে, সন্তানের মুখে হাসি ফুটাতে নিজেকে বিলিয়ে দেন। বাবা তুমি না থাকলে আজকের এই আমি কিছুই হতে পারতাম না। তোমার প্রতি ভালোবাসা আজীবন থাকবে।
বাবা’রা সবসময় চুপচাপ থাকতেন, কিন্তু বাবার ভালোবাসা ছিল সবচেয়ে জোরালো। আমার প্রতিটা সাফল্যের পেছনে ছিল বাবার নিরব শত ত্যাগ। আজ বুঝি, শক্ত হাতে ধরে রাখা সেই মানুষটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।
ছোটবেলায় বাবার হাতটা স্পর্শ করলে খুব শক্ত লাগত! কিন্তু আজ বড় হয়ে বুঝি ওই শক্ত হাতেই লুকিয়ে ছিল যত্ন, স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা। বাবা, তোমার অভাবটা প্রতিদিন অনুভব করি, তুমি ছিলে বলেই আমি আজ এতদূর আসতে পেরেছি।
বাবা কখনও কাঁদেন না, কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে। বাবা নামক সেই নিঃশব্দ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো।রআমরা বেশির ভাগ মানুষেরা মায়ের গল্প বলে থাকি, বাবারা থেকে যান নিঃশব্দে! কিন্তু বাবার ত্যাগ, ভালোবাসা আর ঘামেই গড়ে ওঠে আমাদের সাফল্যর প্রতিটা সিঁড়ি। বাবা, আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই, আর হবেও না।
বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
জীবনের কঠিন সব মূহুর্তে এক অলৌকিক ভাবে বাবা আপনাকে মনে পড়ে! মনে হয় বাবা আপনি থাকলে হয়তো আজ আমার জীবনটা আরো একটু সহজ হতো। আপনি না থাকলে ও আপনি আছেন আমার প্রতিটা প্রার্থনায়।
বাবা আজ আপনাকে বড্ড মিস করছি! আজ আপনার অভাবটা তীক্ষ্ণ হয়ে কাঁটার মতো বিঁধে আছে হৃদয়ে। আপনাকে ছাড়া কত সহজ জিনিস কঠিন মনে হচ্ছে। বাবা আপনি ছিলেন, আছেন, আর আপনি থাকবেন আমার প্রতিটি নিঃশ্বাসে।
বাবা, তোমার কথা খুব মনে পড়ে…! তোমার সেই নিঃশব্দ ভালোবাসা, শান্ত মুখ, আর আশ্বাসের ছায়া আজও খুঁজে বেড়াই। তুমি থাকলে হয়তো এই শূন্যতা এতটা গভীর হতো না।
যে সন্তানের মাথার উপর বাবার ছাঁয়া থাকে না, সেই সন্তান জানে এই পৃথিবীটা কতটা কঠিন আর কতটা স্বার্থপর!

বাবা তুমি নেই, কিন্তু আজও অপেক্ষায় থাকি তুমি কবে ফিরবে..? ভাবি, যদি আর একবার বলতে পারতাম “বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি।” তোমার অভাবটা শুধু চোখে নয়, আমার মনকে ও ক্ষতবিক্ষত করে দেয়।
বাবা, তোমার কাঁধে মাথা রেখে পৃথিবীর সব কষ্ট ভুলে যেতাম। আজ সেই কাঁধ নেই, নেই তোমার আশ্বস্ত করা কথা। তুমি না থাকার যন্ত্রণা আমাকে বারবার তাড়া করে বেড়াচ্ছে…! মিস ইউ বাবা।
বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস
বাবা, তোমার কাঁধে মাথা রেখে পৃথিবীর সব কষ্ট ভুলে যেতাম। আজ সেই কাঁধ নেই, নেই তোমার আশ্বস্ত করা কথা। তুমি না থাকার যন্ত্রণা আমাকে বারবার তাড়া করে বেড়াচ্ছে…! মিস ইউ বাবা।
বাবা কত দিন কতদিন হলো তোমায় দেখি না, কখনো কল্পনাও করতে পারি নি, যে এত অল্প স্ময়ে তোমাকে হারিয়ে ফেলবো। দোয়া করি বাবা আল্লাহ আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
বাবার ভালোবাসা ছিল নিরব, অথচ গভীর। তিনি কিছু বলতেন না, কিন্তু সব বুঝে ফেলতেন। আজ তিনি নেই, কিন্তু তাঁর সেই নিরব উপস্থিতি প্রতিদিন অনুভব করি। অনেক মিস করছি বাবা।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপর ওয়ালার ডাকে সারা দিয়েছেন আমার বাবা। সবার দোয়াতে রাখবেন আমার বাবাকে। আল্লাহ যেনো আমার বাবাকে পরপারে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
ভাবতেই পারছি না এই ভাবে বাবার মৃত্যুর খবর জানাতে হবে, দোয়া করবেন সৃষ্টিকর্তা যেনো আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন।
বাবার মৃত্যুর খবরটা আমার কাছে স্বপ্নের মতো ছিলো, কোন ভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। বাবার লাশ দেখার পরো মনে হচ্ছে না, বাবাকে আমরা চিরোদিনের জন্য হারিয়ে ফেলেছে। আপনাদের মোনাজাতে আমার বাবাকে রাখবেন। আল্লাহ যেনো আমার বাবার সকল দুনিয়াবী গুনা মাফ করে জান্নাত বাসি করেন। আমিন।
মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
একজন বাবা তার সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে থাকেন, সেটা বাবা না হারালে বুঝতে পারতাম না। বাবা তোমাকে হারানোর পর বুঝতে পারছি, তোমার অভাবটা এই পৃথিবীর কোন কিছু দিয়েই পূর্ণ করা করা সম্ভব না।
বাবার মৃত্যুর পর থেকে মনে হচ্ছে আমার জীবনটা পুরো অন্ধকারে পরিণত হয়ে গেছে। বট গাছের ছাঁয়াটা চিরোদিনের জন্য সরে গেছে। বাবা আপনার এভাবে চলে যাওয়াটা আমি কোন ভাবে মেনে নিতে পারছি না।
আমি জানি, আল্লাহ আমার বাবাকে যেখানে যে অবস্তায় রেখেছেন, খুব ভালো ভাবে রেখেছেন। ইয়া আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
ছোটবেলায় বাবার হাত ছিল সবচেয়ে নিরাপদ জায়গা, আজ সেই হাতটা খুঁজে ফিরি প্রতিটা ঝড়ের দিনে। বাবা, তোমার অভাবটা শুধু নয়, তুমিই ছিলে আমার পৃথিবী।
বাবা তোমার অভাববোধটা খুব বেশিই অনুভব হচ্ছে, বড্ড মিস্ করছি তোমায়। তুমি চলে যাওয়ার পর থেকে আমার আমার প্রতিটা মোনাজাতে তুমি আছো। আল্লাহ যেনো তোমাকে খুব ভালো রাখেন সেই দোয়া করি। “রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা”।
মৃত মা বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
এই পৃথিবীতে যার বাবা-মা নেই, তার পৃথিবীটা যেন অনেক কিছু থাকলেও আসলে শূন্য। আজ বুঝি, মা-বাবা থাকা মানে আশ্রয় থাকা, ভালোবাসার সবচেয়ে নিরাপদ জায়গাটা পাশে থাকা। তোমরা ছিলে বলেই বেঁচে থাকা সহজ ছিল। তোমাদের ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবো ভাবতেই চোখ ঝাপসা হয়ে উঠে।
মা-বাবা হারানো মানে শুধু দু’জন আপন মানুষের মৃত্যু নয়, বরং একসঙ্গে হাজারটা অনুভব, আশ্রয় আর নির্ভরতার হারিয়ে যাওয়া। তোমরা না থাকায় আজ বুঝি এই দুনিয়াটা কতটা নির্দয়, কতটা ফাঁকা। ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ লাগে, আলোয় থেকেও মনে হয় অন্ধকারে হারিয়ে গেছি। তোমাদের ভালোবাসা ছাড়া এই জীবনটা যেন শুধুই বেঁচে থাকা, বাঁচা নয়।
মা-বাবা হারানোর পর বুঝেছি জীবনে সবকিছু ফিরে পাওয়া যায়, কিন্তু তাদের ভালোবাসার মতো নিঃস্বার্থ কিছু আর কখনও ফিরে আসে না।
এই পৃথিবীতে কেউই বাবার জায়গা নিতে পারে না। তুমি এই পৃথিবীতে নেই, কিন্তু মনে হয় প্রতিটা মুহূর্তে তুমি আছো আমার আশেপাশে ছায়া হয়ে । ভালোবাসি, বাবা। সব সময় মিস করি তোমায়।
আব্বু, তুমি নেই, কিন্তু তোমার স্মৃতি আমার প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে। তোমার আদর, তোমার উপদেশ, আর তোমার সেই হাসিটা, আমি কখনো ভুলতে পারি না, আর ভুলতে পারবো ও না। তোমাকে তোমার এই আদরের সন্তান বড্ড মিস করছে।

যার মা নেই সে জানে, মা না থাকার কতটা অসহায়ত্ব। মাগো কতদিন হলো তোমাকে দেখি না, তোমার ডাক শুনি না, তোমার আদর পাই না। তোমাকে অনেক মিস করছি মা! তুমিও কি আমাকে মিস করো?
যার মা নেই, তার পুরো পৃথিবী নেই! আমার পৃথিবী এত তাড়াতাড়ি অন্ধকার করে তুমি চলে গেলে মা? আমাকে একা করে! তুমি কি জানো না তোমার এই সন্তান তোমাকে ছাড়া এক মূহুর্তো থাকতে পারে না।
সবাই বলে সময় নাকি সব ক্ষত মুছে দেয়, কিন্তু বাবা তোমার অনুপস্থিতি তো দিনকে দিন আরও বেশি পোড়ায় আমাকে। ইচ্ছে করে আরেকবার শুধু তোমাকে জড়িয়ে ধরি। তুমি ভালো থেকো ওপারে।
মাগো তোমার ছায়ার নিচে যে শান্তি ছিল, তা আজ সারা পৃথিবী ঘুরেও খুঁজে পাই না। তোমার অভাবটাই আজ আমার সবচেয়ে বড় বাস্তবতা। আল্লাহ যেন জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গাটা তোমাকে দেন। আমিন।
বাবা হারানোর কষ্টের ক্যাপশন
বাবা ছিলেন ছায়া, যেদিন থেকে বাবা নামক সেই ছায়া হারালাম, সেদিন থেকে রোদে পুড়ছি আমি একা।
এক সময় মনে করতাম, জীবনে প্রিয় কিছু হারিয়ে যাওয়া মানে কষ্ট না…! কিন্তু বাবাকে হারানোর পর বুঝেছি, জীবনে আসল কষ্ট কী জিনিস।
বাবা, তোমাকে হারানোর পর মনে হচ্ছে… পৃথিবীতে কেউ আপন নয়। তোমাকে না হারালে কখনোই বুঝতে পারতাম না, মাথার উপর বাবা নামক ছায়াটা থাকাটা কতটা জরুরী।

ছোটবেলায় পড়ে গেলে তুমি আমাকে তুলে নিতে, আর এখন, জীবনের রাস্তায় হোঁচট খাই, কিন্তু জানি তুমি আর ধরবে না। বাবা, তুমি ছিলে সেই নির্ভরতা, যেটা হারিয়ে গেলে জীবনটা হঠাৎ যেন অচেনা হয়ে যায়।
বাবা তোমার অভাবটা এমন একটা শূন্যতা, যা কোনো কিছুতেই পূর্ণ হয় না। তুমি চোখের আড়ালে চলে গেছো, কিন্তু হৃদয়ে থেকে গেছো চিরকাল।
বাবা, আজও বিশ্বাস হয় না তুমি নেই। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে শক্ত ভরসা, যে কাউকে কিছু না বলেও পাশে থাকতাম কারণ জানতাম তুমি আছো। আজ যখন কষ্টে ভেঙে পড়ি, চারদিকে খুঁজি সেই মানুষটাকে যিনি নীরবে শক্তি দিতেন। তুমি হারিয়েগেছো, কিন্তু তোমার ভালোবাসা আর স্মৃতিই এখন আমার একমাত্র আশ্রয়।
বাবার মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস
বাবার মৃত্যু বার্ষিকীর স্ট্যাটাস সামান্য ফেইসবুক স্ট্যাটাস দিয়ে হয় না জানি। তার পর প্রতি বছর বাবাকে স্মরন করিয়ে দেওয়ার জন্য লিখতে চাই। বাবা আজ আমাদের মাথার উপর থেকে আপনার ছাঁয়া সরে যাওয়ার ২ বছর। কিন্তু মনে হচ্ছে এই তো আপনি আমাদের আশেপাশে আছেন এখনো। দোয়া করি আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখেন।
আজ আমার বাবার তৃতীয় মৃত্যু-বার্ষিকী, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবা কে জান্নাত ফেরদৌস নসিব করেন। আমিন।
বাবা আপনি হয়তো জানেন না, আপনার অভাব কোন কিছু দিয়ে পূর্ণ করার নয়। দেখতে দেখতে ১০টি বছর হয়ে গেলো। আপনার ১০তম মৃত্যু বার্ষিকী আমার সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, সৃষ্টিকর্তা যেনো আপনাকে তার জান্নাতের বাগানে ঠাই দেন। আমিন।
আজকের দিনটা আমার কাছে আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। আজকের এই দিনের আমার বাবা আমাদেরকে এতিম করে পরলোক গমন করেন। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।

আজ আমার বাবার ৪র্থ মৃত্যু বার্ষিকী। আজকের এইদিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিলেন পরকালে। ‘রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।”
-হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক
বাবা হলেন, যিনি নিজের স্বপ্নগুলোকে পাশে রেখে আমার স্বপ্নগুলোকে উড়তে দিয়েছেন আকাশে।

বাবা হচ্ছেন সেই ব্যক্তি, যাঁর হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্ট আর নিঃস্বার্থ ভালোবাসা।

আমার শক্তি, সাহস আর নির্ভরতার অপর নাম বাবা। তুমি আমার পৃথিবীর সবচেয়ে নিরব নায়ক।

কেউ যখন পাশে থাকে না, তখনো যিনি নিঃশব্দে পাশে থাকেন, তিনি আমার বাবা।

বাবা মানেই এক ছায়া, যে রোদে পোড়ে, তবুও আমাদের ছায়া দিয়ে যান।

প্রবাসী বাবাকে নিয়ে ক্যাপশন
বাবা দূরে থেকেও তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। তোমার পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
শুধু বাবার টাকাই না, বাবা থাকাটা আল্লাহর নেয়ামত। তুমি আমাদের জন্য স্বপ্ন কিনে আনো দূর দেশ থেকে। প্রবাসের কষ্টের পেছনে লুকানো তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমি অনুভব করি, বাবা।
প্রতিটি দোয়ায় শুধু তোমার সুস্থতা আর নিরাপত্তার জন্যই প্রার্থনা করি বাবা। আমার প্রবাসী বাবা, তুমি আমার গর্ব, তুমি আমার জীবনের সেরা আশীর্বাদ।

বাচ্চারা যখন বাবার হাত ধরে হাঁটে, আমি তখন ফোনের ওপাশে তোমার কণ্ঠ শুনে বাঁচি। আমার প্রিয় প্রবাসী বাবা, তোমার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না আজকাল।
তুমি যখন বলো ‘শিগগির দেখা হবে আমাদের’ তখনই আমার পৃথিবীটা সুন্দর হয়ে উঠে। প্রবাসে থেকেও তুমি আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ, আব্বু।
বাবাকে নিয়ে স্ট্যাটাস ইংরেজি
He may not always say it out loud, but his actions scream love louder than words. Love you, Baba.
The one who stood strong so I could lean, who stayed silent so I could shine. Forever grateful, forever yours. Love you, Baba.
A father’s love is quiet, deep, and everlasting. You’ve always been my safest place. Love you, Baba.
Behind every confident step I take, there’s a father who never let me fall. Thank you for everything. Love you, Baba.
No matter how old I get, I’ll always need your care, your advice, and your love. Love you, Baba.
He may not wear a cape, but he’s my superhero in every sense. You mean the world to me, Baba. Love you.
From bedtime stories to life lessons, you gave me more than I could ever ask for. Love you, Baba, today and always.
বাবাকে নিয়ে কিছু কথা
“বাবা” এই ছোট একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে বিশাল এক ছায়ার অস্তিত্ব, ভালোবাসা, দায়িত্ব এবং ত্যাগের প্রতিচ্ছবি। একজন বাবা পরিবারের মূল স্তম্ভ, যিনি নিরব থেকে পরিবারের জন্য অগণিত সংগ্রাম করে যান, অগণিত ত্যাগ করে যান, কখনো ক্লান্তি প্রকাশ না করেই।
বাবা হচ্ছেন সেই মানুষ, যিনি নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে সন্তানদের স্বপ্ন পূরণের জন্য লড়ে যান প্রতিনিয়ত। পরিবারের সকল দায়িত্ব কাঁধে নিয়ে, সমাজে সম্মানের সাথে চলার পথ তৈরি করে দেন। সন্তানদের সুশিক্ষা, সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাবার অবদান অনস্বীকার্য। তিনি কখনো বন্ধুর মতো সাহস দেন, আবার কখনো একজন পথপ্রদর্শকের মতো সঠিক পথে চলার শিক্ষা দেন।
বাবা কখনো কখনো রাগী মনে হলেও, তাঁর ভেতরের গভীর ভালোবাসা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। বিশেষ করে প্রবাসী বাবাদের ত্যাগ আরও বেশি। তাঁরা প্রিয় পরিবার থেকে দূরে থেকে শুধুমাত্র সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যান।
বর্তমান সমাজে আমরা অনেক সময় মায়ের অবদানের প্রশংসা করি, কিন্তু বাবার সেই নিরব সংগ্রামকে অবমূল্যায়ন করি। একজন সন্তানের উচিত, বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জীবনের প্রতিটি পর্যায়ে তাঁর মর্যাদা রক্ষা করা।
পরিশেষে
এই লেখাটি শুধু বাবা নিয়ে কিছু ক্যাপশন ও স্ট্যাটাসের বিষয় নয়, এটি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি, একজন নিরব যোদ্ধার প্রতি, যিনি সারাজীবন আমাদের ভালো থাকার জন্য নিজের ভালো লাগাগুলো ত্যাগ করে গেছেন। বাবার প্রতি ভালোবাসা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়তো কখনো যথেষ্ট শব্দ খুঁজে পাব না, কিন্তু একটি ছোট্ট স্ট্যাটাস, একটি মনের কথার ক্যাপশনই হতে পারে তাঁর জন্য একটি মধুর উপহার।
এই ৩০০+ স্ট্যাটাস, উক্তি ও ছন্দের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি সেই ভালোবাসার, সেই নিঃশব্দ ত্যাগের মূল্য কিছুটা হলেও তুলে ধরতে। আপনি যেটাই বেছে নিন, সেটাই হোক আপনার মনের কথা, বাবার জন্য এক ফোঁটা ভালোবাসার ভাষ্য।
কারণ, বাবারা চিরকাল দৃশ্যপটে না থাকলেও, তাঁদের অবদান থাকে আমাদের প্রতিটি দৃশ্যপটের পেছনে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আজকের লেখা, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।