৫০০+ মাকে নিয়ে ক্যাপশন: মা নিয়ে স্ট্যাটাস, কিছু কথা ও উক্তি ২০২৬

Last Updated on 13th December 2025 by Naima Begum

মাকে নিয়ে ক্যাপশন হচ্ছে মাকে নিয়ে সুন্দর সুন্দর বাক্য, কথা, জনপ্রিয় উক্তি ও বাণী। দুনিয়াতে প্রিয় বলতে যে কজন মানুষ থাকে, তাদের মধ্যে মা হচ্ছেন অন্যতম প্রিয় মানুষ। এই একজন মানুষের কাছেই আমরা চিরকাল শিশুর মতো থাকি, এই একজন মানুষই আমাদের সব ভুল নিঃশর্তে ক্ষমা করে দেন। অথচ আমরা কখনো মুখ খুলে তাকে বলি না, “মা, তোমাকে ভালোবাসি”।

অনেকেই সেই না-বলা কথাগুলো ফেসবুকের স্ট্যাটাসে তুলে ধরতে চান এবং খুঁজে থাকেন মাকে নিয়ে ক্যাপশন, ছন্দ, উক্তি ও ফেসবুক স্ট্যাটাস। তাদের জন্যই মূলত এই লেখা।

এই লেখাতে আজ আমরা শেয়ার করবো ৫০০+ মা নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন ও স্ট্যাটাস। আপনি চাইলে এখান থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের মা নিয়ে ক্যাপশনটি। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ২০২৬ সালের নতুন সব মাকে নিয়ে ক্যাপশন—এক্ষুণি।

মাকে নিয়ে ক্যাপশন ২০২৬

মা মানে দুনিয়ার জান্নাত, যার মা আছে তার সব আছে।

মাকে নিয়ে কিছু বলার নেই, মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়।

প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা।

মা মানে কি, সেটা মায়ের থেকে দূরে থাকলে বুঝা যায়।

মা ছাড়া প্রতিটা বাড়ি অসম্পূর্ণ।

মাকে নিয়ে ক্যাপ্যশন
মাকে নিয়ে ক্যাপ্যশন

কখনো বলা হয় নি মা, ভালোবাসি।

মা তুমি ছাড়া শুধু ঘর নয়, পুরো পৃথিবী অন্ধকার।

মায়ের মুখের হাসি অন্তরের সকল কষ্ট দূর করে দেয়।

মাকে নিয়ে স্ট্যাটাস

মেয়েদের মা লাগে, কদমে কদমে মা লাগে, মা ছাড়া মেয়েরা মেরুদন্ডহীন।

মা হলো সেই আশ্রয়, যেখানে গেলে সব দুঃখ ভুলা যায়।

সব হারিয়ে যদি বুঝো তুমি নিঃস, তবে ফিরে যাও মায়ের কাছে পাবে তুমি পুরো বিশ্ব।

মন খারাপ করেই বা কি হবে, দুনিয়াটা তো মা নয় যে সব সময় ভালোবাসবে।

যদি কখনো সফতার গল্প লিখতে পারি, তাহলে সেই গল্পের সেরা হবে আমার মা।

যখন মায়ের মুখে হাসি দেখি, তখন সারা দিনের ক্লান্তি কীভাবে যে দূর হয় বুঝা যায় না।

মাকে নিয়ে স্ট্যাটাস
মাকে নিয়ে স্ট্যাটাস

তোমায় ঘিরে আমার অনেক মায়া, তুমিই আমার দুনিয়ার সকল সুখের ছায়া মা।

পৃথিবীর সবচেয়ে বড় মন বিজ্ঞানী হলেন মা, যিনি আমাদের মুখ দেখলেই মনের কথা বুঝতে পারেন।

ভালোবাসা মানেই মা, আর মা মানে আমার পুরো পৃথিবী।

মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

বাড়িতে থাকতে যে মাকে সারাদিন রাগ দেখাতাম, আজ সেই মাকে এক নজর দেখার জন্য মন ছটফট করে।

মাকে miss করলেও এক নজর দেখতে পারি না, কারন আমরা প্রবাসী।

Miss করার যন্ত্রনা একমাত্র সেই জানে, যে miss করে’’miss u ma’’।

মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

মা আজ খুব কষ্ট হচ্ছে তোমার জন্য, তোমাকে শক্ত করে জড়িয়ে থাকতে মন চাচ্ছে, কিন্তু আমি তো প্রবাসী।

আজকে হঠাৎ কেন জানি তোমার কথা অনেক মনে পড়তেছে ’’miss u ma’’।

মায়ের পাশে না থাকলে বুঝা যায়, মা কি জিনিস! মায়ের কাছে থেকে দূরে গেলে বুঝা যায় মায়ের ভালোবাসা কি।

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

যার মা নেই, সে জানে পৃথিবী কতোটা ভয়ংকর।

তোমাকে ছাড়া আমায় কেউ বুঝে না মা, কিন্তু তুমি নেই আজ বহুদিন।

কোথায় পাবো আমার মাকে, এই বয়সে মাকে হারানোর ব্যাথা বলবো কাকে।

তোমায় কেনো হারালাম মা, তোমাকে হারানোর যন্ত্রনা কেমন করে সইবো, মাগো তুমাকে ছাড়া আর জীবনটা চলে না।

সারাজীবন নিজের ভেতর একটা আক্ষেপ থেকে যাবে, কেনো তোমাকে এতো কম বয়সে হারালাম।

যতই হাসি খুশি থাকি না কেনো, দিন শেষে মায়ের অভাবটা আমাকে বড্ড কাদায়।

মায়ের ভালোবাসা নিয়ে ক্যাপশন

সবাই মায়ায় জড়িয়ে চলে যায়, কিন্তু মা কখন ছেড়ে যায় না ‘’এটাই মায়ের ভালোবাসা’’

পুরুষ হয়ে জন্ম নিয়ে বুঝলাম, মায়ের ভালোবাসা ছাড়া বাকি সব কিছুতে টাকা লাগে।

মা ছাড়া ঘর একটা দেয়াল, মা থাকলে ঘর একটা ভালোবাসার পৃথিবী।

মায়ের ভালোবাসা হলো সেই আশ্রয়, যেখানে গেলে সব কষ্ট ভুলা যায়।

মায়ের ভালোবাসা কখনো কমে না, কখনো বদলায় না, কখনো হারিয়ে যায় না।

মায়ের ভালোবাসা নিয়ে ক্যাপশন
মায়ের ভালোবাসা নিয়ে ক্যাপশন

এই পৃথিবীতে কোনো সম্পর্ক যদি নিঃস্বার্থ হয়, সেটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা।

মায়ের ভালোবাসা আর দোয়া ছাড়া, আমরা জীবনে কোনো কিছু অর্জন করতে পারি না।

শখের বয়সে অনেক কিছু হারিয়ে ফেলতাম, যদি মায়ের ভালোবাসা আর সাপোর্ট না থাকতো।

আম্মু কে নিয়ে ক্যাপশন

জীবনে প্রতিটা হাসির পিছনে, আম্মুর ভালোবাসা লুকিয়ে থাকে।

আম্মুর সাথে পাঁচ মিনিট হাসলে জীবনের সকল depression কেটে যায়।

আম্মু ছাড়া দ্বিতীয় কেউ যত্ন করলে, আমি খুব আতংকে থাকি।

আম্মু কে নিয়ে ক্যাপশন
আম্মু কে নিয়ে ক্যাপশন

আম্মুর আরেক নাম শান্তি,কারণ আম্মু ছাড়া আমাদের জীবনটাই অসম্পূর্ণ।

আম্মু হচ্ছে এমন এক জাদু,যা আমাদের ভিতরে কি হচ্ছে তা অজান্তেই বুঝে জান।

পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র আম্মুই নিঃস্বার্থ ভাবে ভালোবাসে।

মা অসুস্থ নিয়ে স্ট্যাটাস

এই পৃথিবী সমস্ত মুখ আমার তুচ্ছ লাগে, যখন মা অসুস্থ থাকে।

যে মেয়েটা কিছু জানে না, মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়,মা অসুস্থ হলে বুঝা যায় মা কতোটা গুরুত্বপূর্ণ জীবন চলার পথে।

নিজে অসুস্থ হলেও ততোটা খারাপ লাগে না,যতোটা মা অসুস্থ হলে খারাপ লাগে।

মা অসুস্থ হলে প্রকাশ করতে না পারলেও, চোখের পানি প্রকাশ করে দেয়।

পুরো বাড়িটাই অসুস্থ হয়ে যায়, যখন মা অসুস্থ থাকে।

মা অসুস্থ হলে কেনো জানি পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়।

পুরো দুনিয়া ’ই’ আমার কাছে হাহাকার লাগে, যখন মা অসুসস্থ থাকে, মা ভালো থাকার জন্য সুস্থতা কামনা করি রবের কাছে।

পৃথিবীর সকল মা ভালো থাকুক, দুঃখ যেনো তাদের ছুতে না পারে।

হে আল্লাহ আমার মায়ের জীবন বরকত দিয়ে ভরে দাও, এবং তার জীবন আলো দিয়ে পূর্ণ করুন।

মা অসুস্থ নিয়ে স্ট্যাটাস
মা অসুস্থ নিয়ে স্ট্যাটাস

আল্লাহ আপনি পৃথিবীর সকল মাকে সুস্থ রাখুন, যারা অসুস্থ আছেন তাদের সুস্থ করে দিন ‘’আমিন’’।

হে আল্লাহ আপনি আমাদের মাকে হাজার বছর বাচিয়ে রাখুন, কারণ মা ছাড়া যে আমাদের জীবন অন্ধকার।

মা আমাদের পৃথিবী, মা ছাড়া আমাদের চলে না, মা হাজার হাজার বছর বেচে থাকুক।

হে আমার প্রতিপালক মাকে সুস্থ রাখুন, যেভাবে তিনি আমাদের আগলে রাখেন।

মায়ের মৃত্যু নিয়ে স্ট্যাটাস

অল্প বয়সে মাকে হারিয়ে ফেলেছি, আমার মতো হতভাগী আর কোন মেয়ে না হোক।

অসহায় হয়ে গেলাম মা, কি করে তোমার ছাড়া বেচে থাকবো, হে আল্লাহ কেনো মাকে নিয়ে গেলেন আমায় নিলেও তো পারতেন।

আল্লাহর উচিত মাকে নিয়ে যাওয়ার সময়, মেয়েকে নিয়ে যাওয়া,কারন এ দুনিয়ায় মা ছাড়া মেয়েদের আপন কেউ নাই।

মা হারা সন্তানের গলায়, মা শব্দটা মাছের কাটার মতো আটকে থাকে।

মায়ের মৃত্যু নিয়ে স্ট্যাটাস
মায়ের মৃত্যু নিয়ে স্ট্যাটাস

আপনি নেই মা, আমি কাকে মা বলে ডাকবো! এই যন্ত্রনা আমার হৃদয় ভেংগে চুরমার হয়ে যাচ্ছে।

 কেনো চলে গেলেন মা, এখন আদর করে কে আমায় ভাত খাইয়ে দিবে মা।

মায়ের মৃত্যু বার্ষিকী স্ট্যাটাস

মা চলে যাওয়ের শেষ মুহূর্তটা খুব মনে পরে, মায়ের মৃত্যু দেখা যে কতোটা কষ্টের একমাত্র সেই জানে যে হারিয়েছে তার মাকে।

আজ বহুদিন আপনার মুখে বাজান ডাক শুনতে পাই না মা।

একটা বছর আপনি নেই মা, বছর তো আর বেধে রাখা যায় না! খুব করে কেটে যায়’’miss u ma’’।

আপনাকে ছাড়া বছরটা পার করে দিলাম, আপনি নেই এই কথা আমার ভেতরটা চুরমার করে দেয় মা, গতবছর এই দিনে আপনি চলে গেছেন মা, আপনি নাই এক বছর।

এক বছর হয়ে গেলো মা আপনার মুখটা দেখি না, এই যন্ত্রনা কাকে বলবো মা।

মা’র নিথর দেয়টা যেদিন কবরে রেখে এসেছি, সেদিন থেকে বুঝতে শিখেছি দুনিয়ায় আপন বলতে কিছু নেই।

আজকের দিন আমার জন্য অনেক কঠিন দিন, কারণ আজকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী।

মাকে নিয়ে কিছু কথা

সবার ভালোবাসা কমলেও, মায়ের ভালোবাসা কখনো কমে না।

মা আপনি বেচে আছেন বলে, আজ আমি হাজার শূন্যতার মাঝেও পরিপূর্ণ ‘’ i love you ma’’।

মায়ের তুলনা শুধু মায়ের সাথেই হয়, যে শহরে আমার মা নেই সেই শহরে আমিও নেই।

আপনাকে লিখে প্রকাশ করার ভাষা বা সাহস কোনোটাই আমার নেই মা, তবে এতোটুকুই বলবো অনেক ভালোবাসি মা।

আজ পর্যন্ত কোন জিনিস চাইছি আর আমার মা দেয় নি, এমটা কখনো হয় নি, কারণ আমার মা আমার কোন স্বপ্নই অপূর্ণ রাখে নি।

মা গো তোমার মতো আপন এ দুনিয়াতে আর কেউ নেই, তুমিই আমার পৃথিবী।

কখনো বলা হয় নি মা, তোমায় অনেক ভালোবাসি।

মাকে নিয়ে সেরা ১০টি উক্তি

“আমাকে ভিন্ন ভিন্ন মা দিন, আমি আপনাদের ভিন্ন ভিন্ন পৃথিবী দেবো।” — Plato

“সন্তানই সেই নোঙর, যা মাকে জীবনের সঙ্গে বেঁধে রাখে।” – Sophocles

“মায়ের হৃদয় এক অতল সমুদ্র, যার গভীরে গেলে শেষ পর্যন্ত শুধু ক্ষমাই পাওয়া যায়।” — Honoré de Balzac

“যে শব্দটি সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী সেটি হলো ‘মা’।” — Khalil Gibran

“যে ঘরে মা নেই, সেই ঘরটা হচ্ছে আত্মা ছাড়া একটি দেহ।” — Napoleon Bonaparte

“মা হচ্ছে প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালীন বন্ধু।” — Unknown

“ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না বলেই তিনি মা সৃষ্টি করেছেন।” — Rudyard Kipling

“কোনো ভাষাই মায়ের ভালোবাসার শক্তি, সৌন্দর্য এবং বীরত্বকে প্রকাশ করতে পারে না।” — Edwin Hubbel Chapin

“শুধুমাত্র মায়েরাই ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে—কারণ তারা তাদের সন্তানদের মধ্যে সেই ভবিষ্যতের জন্ম দেন।” —Maxim Gorky

“বিশুদ্ধ সোনাকে হয়তো সোনালি করা সম্ভব, কিন্তু কে পারে তার মাকে আরও সুন্দর করে তুলতে?” – Mohandas K. Gandhi

“মায়ের বাহু তৈরি কোমলতায়, আর সেই বাহুতেই শিশুরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে।” – Victor Hugo

মাকে নিয়ে কষ্টের কিছু কথা

মা আমাদের জীবনের প্রথম আশ্রয়, অথচ হিসাব করলে দেখা যাবে আমরা প্রয়শই হাসাতে পারিনি, তার চোখে অজস্র স্বপ্ন, অথচ সেগুলো পূরণ করতে গিয়ে আমরা কখনও কখনও ব্যর্থ হয়ে পড়ি। নিজের অক্ষমতা আর পরিস্থিতির চাপে আমরা তাকে সেই আনন্দটাই দিতে পারি না, যে আনন্দ তিনি আমাদের জন্য সারাজীবন নিঃস্বার্থভাবে তৈরি করে যেতে চান।

অনিচ্ছায়, ভুল বোঝাবুঝিতে কিংবা রাগের মাথায় আমরা এমন কথা বলে ফেলি, যা মায়ের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। পরে মনে হয়—যে নারী আমাদের জন্য সবকিছু ছেড়েছেন, তার মনটাই আমরা সবচেয়ে বেশি আঘাত দিই। জীবনের ব্যস্ততায় আমরা ভুলে যাই, যে একটু সময়, একটু কথা, একটু ভালোবাসা মাকে কত তাড়াতাড়ি খুশি করে দিতে পারে।

সব কষ্টের পরেও মা কোনোদিন দুঃখ জমিয়ে রাখেন না। আমরা তাকে যতই কষ্ট দিই, তিনি ক্ষমা করে দেন নিঃশব্দে। কিন্তু মনের ভেতর সেই অপরাধবোধ থেকে যায়, আমরা কি সত্যিই তার যোগ্য সন্তান হতে পেরেছি? হয়তো পারিনি। তবুও মা তাঁর অশেষ ভালোবাসা দিয়ে প্রতিদিন আমাদের নতুন করে মানুষ হওয়ার সুযোগ দেন।

মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস ইংরেজি

A mother’s love is the first gift we ever receive, and the only one we can never repay.

She sacrifices her sleep, her dreams, and sometimes even her smile, just to make sure ours never fade.

No matter how many mistakes we make, a mother’s heart always finds a way to forgive. That is her superpower.

Behind every strong person is a mother who believed in them long before they believed in themselves.

A mother is not just a mom, she is a teacher, nurse, friend, protector, and the heart of the home.

Her love does not shout; it whispers in warm meals, late-night check-ins, and endless prayers.

She carries the world on her shoulders but still makes room for ours. That is why a mother is truly everything.

রিলেটেডঃ

শেষ কথা

মাকে নিয়ে যত কথাই বলা হোক, তা কখনোই তাঁর ভালোবাসার গভীরতাকে পুরোটা ধারণ করতে পারে না। তবুও আমরা এই লেখার মাধ্যমে চেষ্টা করেছি মায়ের প্রতি আমাদের অনুভূতিগুলোকে কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস ও ক্যাপশনে তুলে ধরতে। আশা করি আপনি এখানে এমন কিছু ক্যাপশন, উক্তি বা স্ট্যাটাস পেয়েছেন যা আপনার মনের কথাগুলোকে একটু হলেও প্রকাশ করতে সাহায্য করবে।

মা আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়, তাই তাঁকে ভালোবাসার বা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। আপনিও চাইলে এই লেখার যেকোনো ক্যাপশন মাকে পাঠাতে পারেন, কিংবা ফেসবুকে শেয়ার করতে পারেন তাঁর প্রতি আপনার সম্মান ও ভালোবাসা জানাতে।

তো বন্ধুরা আজকের মতো মাকে নিয়ে এই সুন্দর লেখাটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী লেখাতে, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাকে ভালোবাসুন।

Bangla Caption Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top