বিদায় ফেসবুক স্ট্যাটাস: ৯০+ ফেসবুক থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস ২০২৬

Last Updated on 8th December 2025 by Naima Begum

বিদায় ফেসবুক স্ট্যাটাস হলো এমন কিছু অনুভূতিপূর্ণ পোস্ট, যা অনেকেই ফেসবুক থেকে সাময়িক বা স্থায়ী বিরতি নেওয়ার সময় শেয়ার করেন। অতিরিক্ত ফেসবুক ব্যবহারে বিরক্ত হয়ে কিংবা একটু ব্যক্তিগত সময় কাটানোর প্রয়োজনে অনেকেই এমন সিদ্ধান্ত নেন। বিদায়ের মুহূর্তে একটি উপযুক্ত স্ট্যাটাস খোঁজার জন্য অনেকেই ইন্টারনেটে সময় ব্যয় করেন।

এই লেখায় আমরা শেয়ার করবো বিদায় ফেসবুক নিয়ে কিছু আবেগঘন এবং ফানি ক্যাপশন, যা আপনার অনুভূতি প্রকাশে সহায়ক হতে পারে। যারা নতুন ও আকর্ষণীয় বিদায় স্ট্যাটাস খুঁজছেন, তারা এখান থেকে পছন্দের স্ট্যাটাসটি কপি করে নিজের ফেসবুকে পোস্ট করতে পারেন।

বিদায় ফেসবুক স্ট্যাটাস ২০২৬

ফেসবুক থেকে বিদায় নিতে বেছে নিন আপনার পছন্দের বিদায় ফেসবুক স্ট্যাটাস এই সেকশন থেকে।

অনেক দিন কাটিয়েছি এখানে, অনেক স্মৃতি, হাসি-কান্নার মুহূর্ত। এবার ফেইবুককে বিদায় জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময়। এতদিন ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

বিদায় ফেইসবুক বাসি, আর কবে দেখা হবে জানিনা, মন থেকে চাই, আমার স্পর্শের কাছে এবং দূরে থাকা মানুষ জন ভালো থাকুক সব সময়।

আমার জীবনের সবচেয়ে খারাপ সময়, সবচেয়ে ভালো সময় কাটিয়েছি এই ফেইবুকে! কিন্তু জীবনের তাগিদে আজ ফেসবুক থেকে বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হওয়া কথা হওয়ার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

ফেসবুকের  এই  দীর্ঘদিনের অধ্যায়টা এখানে শেষ করছি। জীবনকে নতুন করে সাজানোর সময় এখন। হয়তো অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

অনেকটা সময় কাটিয়েছি এখানে, কিন্তু এখন মনে হচ্ছে একটু বিরতি দরকার। ফেসবুক থেকে বিদায় নিচ্ছি।

সবকিছুরই একটা শেষ থাকে। এবার ফেসবুকের সাথে আমার পথচলার শেষ। এখন থেকে আর ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না। কিন্তু সবাইকে মিস করবো খুব।

যারা ভালোবাসা দিয়েছিলেন, দুঃসময়ে পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। এবার বিদায় জানাচ্ছি প্রিয় ফেইসবুক ও প্রিয় মানুষ গুলোকে। আল্লাহ হাফিয।

বিদায় ফেসবুক স্ট্যাটাস
বিদায় ফেসবুক স্ট্যাটাস

বিদায় ফেসবুক পোস্ট

ফেসবুক থেকে বিদায় নিতে গিয়ে বিদায় ফেসবুক পোস্ট দিবেন? মাঝে মধ্যে কিনো কিছু থেকে বিরতি নেওয়া খারাপ কিছু না, তবে বন্ধুদের বিদায় সম্পর্কে নিচের বিদায় ফেসবুক পোস্টগুলি হতে পারে অনেক দরকারি।

ফেইসবুকে একমাত্র আসতাম, ভালো সময় কাটানর জন্য! কিন্তু আজকাল আর নিতে পারছি না। কোন কিছুতেই ভালোলাগা কাজ করছে না। তাই এই ফেসবুক থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা।

বিদায় প্রিয় ফেইসবুক বাসি। দীর্ঘদিন থেকে আপনাদের সাথে নানা ধরনের সুখ/দুঃখ, হাসি/কান্না শেয়ার করেছি। জানি না আপনার সাথে আর কবে দেখা হবে। সবাই ভালো থাকবেন।

সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, এবার বিদায় জানাচ্ছি ফেসবুককে। নতুন পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। দোয়া ও শুভ কামনা রইলো সবার জন্য।

খুব কাছের কারো কাছ থেকে বিদায় নিতে এতটা কষ্ট লাগে না, যতটা আজ ফেইসবুক থেকে বিদায় নিতে কষ্ট লাগছে। তারপরও বিদায় নিতে হচ্ছে প্রিয় ফেইসবুক থেকে।

সময়ের সাথে সব কিছুই বদলায়, এবার সময় হলো বিদায়ের। ফেসবুক, তোমার সাথে ছিলো অনেক স্মৃতি। সাথে ফেইসবুকের চেনা অচেনা বন্ধুদের সাথে জড়িয়ে থাকা স্মৃতি গুলো মিস করবো খুব।

বিদায় ফেসবুক, তোমার সাথে এই দীর্ঘদিনের যাত্রা খুবই চমৎকার ছিল। এখন সময় হলো নিজের জন্য একটু সময় বের করার। দেখা হবে, হয়তো অন্য কোথাও।

অনির্দিষ্টকালের জন্য ফেইসবুক থেকে বিদায়! আপনারা ভালো থাকবেন, আর আমাকে আপনাদের মোনাজাতে রাখবেন।

বছর খানিকের জন্য ফেইসবুক থেকে বিদায় নিচ্ছি! আপনাদের দোয়া থাকলে আগামী কয়েদিনের মধ্যে ফিরে আসব আশা করি।

বিদায় ফেসবুক পোস্ট
বিদায় ফেসবুক পোস্ট

বিদায় ফেসবুক ক্যাপশন

এই সেকশনে রয়েছে আপডেটেড কিছু ইউনিক বিদায় ফেসবুক ক্যাপশন, যারা ফেসবুক থেকে বিদায় নিবেন, এবং সঠিক ফেসবুক ক্যাপশন খোজতেছেন তারা সহজেই এই লেখা থেকে বিদায়ের স্ট্যাটাসটি বেছে নিতে পারেন।

সময় হলো বিদায় বলার। ফেসবুক, ও আমার প্রিয় মুখ গুলো ভালো থেকো সব সময়। বিদায় ফেইসবুক।

বিদায় ফেসবুক, নিজের জন্য কিছু সময় নিতে চাই। তাই বিরতিতে চলে যাচ্ছি।

আজকাল খুব মনে হচ্ছে নিজের জন্য একান্ত কিছু সময়ের প্রয়োজন। তাই এই ফেসবুক থেকে বিদায় নিচ্ছি কিছু সময়ের জন্য।

সাময়িক বিদায় নিচ্ছি ফেসবুক থেকে, দেখা হবে হয়তো অন্য কোথাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

সব মধুর যাত্রার একটা শেষ থাকে, ফেসবুকের যাত্রাটা এখানেই শেষ। বেঁচে থাকলে সবার সাথে আবার দেখা, হবে কথা হবে। বিদায় ফেইসবুক ও প্রিয় মানুষেরা।

অনলাইন থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস

সব বিদায়ই কষ্টের, বিষাদের, বেদনার। বিদায়বেলায় আমরা অনেকেই যাদের কাছ থেকে বিদায় নিতে চাই, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তেমনি, অনলাইন থেকে বিদায় নেওয়ার সময় সোশ্যাল মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে স্ট্যাটাস দিতে চাইলে, এই সেকশন থেকে বেছে নিন অনলাইন থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস।

বড্ড কোলাহল চারপাশে, তাই এবার একটু চুপ থাকতে চাই। অনলাইন থেকে দূরে থাকছি, জীবনের নতুন অধ্যায় শুরু করতে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্পে!

পৃথিবীটা শুধু স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এবার চোখ তুলে চারপাশটা দেখতে চাই। কিছুদিনের জন্য বিদায় অনলাইন থেকে, আসল জীবনে একটু মন দিতে চাই!

মনটা ভারী লাগছে, চারপাশটা ক্লান্ত লাগছে। সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য দূরে থাকছি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য।

অনলাইন থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস
অনলাইন থেকে বিদায় নেওয়ার স্ট্যাটাস

অনেক কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি, এবার একটু নীরব থাকার পালা। কিছুদিনের জন্য অফলাইনে যাচ্ছি, দোয়া রইলো সবার জন্য!

অনলাইন জগত থেকে বিদায় নিতে গেলেই মনে হচ্ছে খুব কাছের ও প্রিয় কারো কাছে থেকে বিদায় নিতে যাচ্ছি! খারাপ লাগছে, তারপরো বিদায় নিতে হচ্ছে এইন অনলাইন জগত থেকে।

সময় যেন আমাদের হাতের মধ্যে আটকে গেছে, স্ক্রিনের পেছনে দিন কেটে যাচ্ছে! এবার একটু বাস্তব জীবনের স্বাদ নিতে চাই, তাই বিদায় সোশ্যাল মিডিয়া, অন্তত কিছু দিনের জন্য!

রিলেটেডঃ

শেষ কথা

আশা করি, আমাদের শেয়ার করা বিদায় ফেসবুক স্ট্যাটাসগুলো আপনার প্রয়োজন মেটাতে সাহায্য করবে। জীবন চলার পথে কখনো কখনো বিরতি নেওয়া দরকার, আর এই ছোট্ট বিদায় হয়তো আপনাকে নতুন উদ্যমে ফিরে আসতে অনুপ্রাণিত করবে। বিদায়ের সময় আপনার অনুভূতিগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া এক অনন্য অভিজ্ঞতা হতে পারে।

আপনার প্রিয় স্ট্যাটাসটি নির্বাচন করে পোস্ট করুন, আর যদি আমাদের শেয়ার করা ক্যাপশনগুলো ভালো লেগে থাকে, তবে সেটি আমাদের জানাতে ভুলবেন না।

Bangla Caption Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top