১২৫+ বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, ছন্দ, ক্যাপশন ২০২৫

Last Updated on 23rd April 2025 by Naima Begum

বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বলতে আমরা বুঝি তার বিয়ের এনিভার্সারিতে আমাদের পক্ষ থেকে জানানো ভালোবাসা ও শুভকামনার বার্তা। আমাদের সমাজে বিবাহ বার্ষিকী উদযাপন করার একটা সুন্দর রীতি আছে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়।

তাই ভাই বা বোন হিসেবে আমরা সবাই চাই, প্রতিটি বোনের বিবাহ বার্ষিকীতে তাকে সুন্দর কিছু উইশ করতে, ভালোবাসাসিক্ত ও আবেগী শুভেচ্ছা জানাতে।

অনেকেই বোনের বিবাহ বার্ষিকী এলেই ভাবেন, কীভাবে তাকে শুভেচ্ছা জানাবেন? বা কীভাবে ফেসবুকে সুন্দর একটি স্ট্যাটাস লিখবেন? তাদের কথা মাথায় রেখে এই লেখার আয়োজন।

এই লেখায় আজকে আমরা শেয়ার করবো ছোট কিংবা বড় বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা। যেগুলো দিয়ে আপনি সহজেই আপনার বোনকে বিবাহ বার্ষিকী উইশ করতে পারবেন।

আপনি চাইলে এগুলো ফেসবুক স্ট্যাটাস হিসেবেও ব্যবহার করতে পারেন। তাই দেরি না করে বেছে নিন আপনার পছন্দের সুন্দর কিছু শুভেচ্ছা বার্তা এই লেখা থেকে।

বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ২০২৫

ছোট কিংবা বড় বোনের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা পাঠাতে চান? অথবা তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে দুই-চারটি সুন্দর কথা বলতে চান? তাহলে বেছে নিন ২০২৫ সালের সেরা বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা এই সেকশন থেকে।

শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বোন! তোমার হাসিই ছিলো আমাদের আনন্দ, তোমার সুখেই ছিলো আমাদের সুখ। আজকের এই বিশেষ দিনে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন ভালোবাসায় ভরে ওঠে সেই কামনা করি। তোমার দাম্পত্য জীবন হোক আনন্দময় ও মঙ্গলময়।

বোন মানেই ভালোবাসা, বোন মানেই নির্ভরতা, বোন মানেই হাসির ঝলক! আজকের এই বিশেষ দিনে শুধু একটাই চাওয়া, তুমি সারাজীবন তোমার সংসার জীবনে সুখে থাকো, হাসিতে থাকো। শুভ বিবাহ বার্ষিকী বোন আমার।

শুভ বিবাহ বার্ষিকী আমার পরম আদরের বোন। তোমার জীবনের আজকের এই স্পেশাল দিনে দোয়া করি, তোমার জীবনের সব চাওয়া যেন পূরণ হয়। প্রতিটি দিন কাটুক সুখ-সমৃদ্ধিতে, প্রতিটি মুহূর্ত থাকুক আনন্দে ভরা। আল্লাহ তোমাকে আর তোমার সঙ্গীকে চিরকাল ভালো রাখুন।

বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

বোন মানে জীবনভর এক অবিচ্ছেদ্য বন্ধন, বোন মানে এক নিঃস্বার্থ ভালোবাসা। আজ তোমার বিবাহ বার্ষিকীতে আমার হৃদয়ের একটাই দোয়া, তোমার জীবন যেন ভালোবাসা আর সুখে পরিপূর্ণ হয়। শুভ বিবাহ বার্ষিকী বোন আমার।

তুমি শুধু বোন নও, তুমি আমার আশ্রয়, আমার ভরসা। আজকের এই দিনে প্রার্থনা করি, আল্লাহ যেন তোমার দাম্পত্য জীবনকে ভালোবাসা ও শান্তিতে ভরিয়ে দেন। শুভ বিবাহ বার্ষিকী আমার বোন, আমার গর্ব।

আমার আদরের বোন, তোমার হাসি যেন কখনো ম্লান না হয়, সুখ যেন তোমার দরজায় সারাজীবন দারিয়ে থাকে। তোমার জীবন ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক, সংসার হোক সুন্দর ও আনন্দময়। শুভ বিবাহ বার্ষিকী, বোন।

বড় বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

এই সেকশনে শুধুমাত্র বড় বোনের বিবাহবার্ষিকী শুভেচ্ছা বার্তা শেয়ার করা হলো। যারা বড় বোনের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান, তারা ঝটপট বেছে নিন সেরা শুভেচ্ছা বার্তাটি এখান থেকে।

বড় বোন মানেই এক ভালোবাসার গল্প, যে গল্প কখনও শেষ হয় না, শেষ হবার নয়। আজ তোমার বিশেষ দিনে একটাই প্রার্থনা, তুমি যেন সারাজীবন ভালোবাসা আর আনন্দে কাটাও। শুভ বিবাহ বার্ষিকী, আমার প্রিয় বড় বোন।

প্রিয় আপ্পি, তুমি শুধু আমার বড় বোন নও, তুমি আমার অভিভাবক, আমার বন্ধুও। আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আল্লাহ তোমার জীবন সুখে, শান্তিতে ও ভালোবাসায় ভরিয়ে দিন সেই কমনা করি।

শুভ বিবাহ বার্ষিকী আপু! আমার বড় বোন মানেই ভালোবাসা, স্নেহ আর আস্থার আশ্রয়, সেটা তোমার মতো বড় বোন না থাকলে বুঝতামই না। তোমার সংসার যেন চিরকাল ভালোবাসা আর সুখে ভরে থাকে, এটাই আমার একমাত্র প্রার্থনা।

বড় বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
বড় বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

আপু, তুমি শুধু আমার বড় বোন নও, তুমি আমার দ্বিতীয় মা! তোমার হাসিমাখা মুখটাই আমার সবচেয়ে প্রিয়। আল্লাহ তোমার দাম্পত্য জীবনকে আরও সুন্দর করে তুলুক। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয় আপু।

মায়ের পরে যেই মানুষটা আমাদের আগলে রাখেন তিনি আর কেউ নান, তিনি হলেন আমার একমাত্র বড় বোন। আজ আমার একমাত্র বড় বোনের বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী আপু!

শুভ বিবাহ বার্ষিকী আপু! তোমার এই বিশেষ দিনে আমার দোয়া, তোমার জীবন যেন ভালোবাসা, সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়। তোমাকে অনেক অনেক ভালোবাসি।

ছোট বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

আল্লাদি ও আদরের ছোট বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা পাঠাতে এই সেকশন থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের ছোট বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তাটি।

প্রিয় পাগলি ছোট্ট বোন আমার। তুই ছিলে আমার ছোট্ট রাজকুমারী, আর এখন তুই অন্য কারো ঘরের রানী! তোর বিবাহ বার্ষিকীতে আমার একটাই দোয়া, তোর জীবন সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক। শুভ বিবাহ বার্ষিকী, আদরের বোন।

আমার প্রিয় স্নেহের বোন, তোর হাসিই আমার কাছে সবচেয়ে দামী ছিলো, আছে, আর আজীবন থাকবে। আজ তোর বিশেষ দিনে একটাই দোয়া, তুই যেন চিরকাল হাসিখুশি থাকিস, ভালোবাসার আবরণে ঢাকা থাকিস। আল্লাহ তোর সংসারকে সুখ ও শান্তিতে ভরিয়ে তুলুন। শুভ বিবাহ বার্ষিকী ছোট বোন।

শুভ বিবাহ বার্ষিকী আমাদের ঘরের ছোট পরী। আমার আদরের ছোট বোন, তোমার বিবাহ বার্ষিকীতে আমার একটাই প্রার্থনা, তোমার জীবন যেন সুখ আর ভালোবাসায় ভরে থাকে।

ছোট বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
ছোট বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

শৈশবের খুনসুটি আর দুরন্তপনার দিনগুলো মনে পড়ে যায় আজ। তুই এখন তোর নতুন জীবনে সুন্দর একটি অধ্যায় শুরু করেছিস। আল্লাহ তোর দাম্পত্য জীবন চির সুখময় করুন। শুভ বিবাহ বার্ষিকী, ছোট্ট রাজকন্যা বোন আমার।

শুভ বিবাহ বার্ষিকী লক্ষি পরী বোনটা আমার। তোর নতুন জীবনের প্রতিটি দিন যেন ভালোবাসা ও সুখে পূর্ণ হয়। তোর হাসি যেন চিরকাল অটুট থাকে। তোর বিবাহ বার্ষিকীতে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

বোনের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

বোন মানেই জীবনের পথপ্রদর্শক, নির্ভরতার আরেক নাম হচ্ছে বোন। আজকের এই বিশেষ দিনে আল্লাহর কাছে একটাই চাওয়া, তোমার দাম্পত্য জীবন যেন চির সুখময় করে দেন, ভালোবাসার বন্ধন যেন আরো দৃঢ় করে দেন। শুভ বিবাহ বার্ষিকী, আমার শ্রদ্ধেয় বোন।

বোন মানেই ভালোবাসার এক অপূর্ব বন্ধন, এক নিঃস্বার্থ স্নেহ। সেটা বোন না থাকলে বুঝতেই পারতাম না। আজকের এই স্পেশাল দিনে তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। সংসার জীবনে অনেক অনেক সুখি হও সেই কামনা করি।

শুভ বিবাহ বার্ষিকী আমার আদরের বোন। বোন মানেই শুধু রক্তের সম্পর্ক নয়, বোন মানে সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে বড় আশ্রয়। আজ তোমার এই বিশেষ দিনে তোমার জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো।

প্রিয় বোন আমার! শুধু আজকের দিন নয়, আমি সব সময় দোয়া করি, তুমি সুখে থেকো, আনন্দে থেকো চিরকাল! আর আজকের এই স্পেশাল দিনে তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।

বোন হচ্ছে হাজারটা শাসন, অগণিত আদর, অফুরন্ত ভালোবাসা। তুমি যেভাবে আমাদেরকে ছোটবেলা থেকে আগলে রেখেছো, ঠিক তেমনি করে আল্লাহ তোমার সংসারকে রহমত দিয়ে ভরিয়ে রাখুক। সেই দোয়া করি। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয় বোন।

বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ

বোনের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা মেসেজ পাঠাতে বেছে নিন নিচের ইউনিক শুভেচ্ছাগুলি এই সেকশন থেকে।

জীবনে সবকিছু বদলে যায়, কিন্তু বোনের ভালোবাসা কখনো বদলায় না। তোমার দাম্পত্য জীবন যেন চির সুখের হয়, ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে সারাজীবন। শুভ বিবাহ বার্ষিকী বোন।

প্রিয় বোন, তোমার বিবাহ বার্ষিকীতে তোমার জন্য রইলো অফুরন্ত ভালোবাসা আর দোয়া। তুমি যেভাবে সবার মুখে হাসি ফোটাও, ঠিক তেমনই তোমার জীবন হোক সুখ ও ভালোবাসায় ভরপুর। আল্লাহ তোমার দাম্পত্য জীবন চিরকাল সুখী ও সমৃদ্ধ রাখুন।

প্রিয় আপু, তুমি শুধু আমার বড় বোন নও, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, আমার প্রেরণা। তোমার এই বিশেষ দিনে আমার একটাই চাওয়া, তোমার জীবন ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক, দাম্পত্য জীবন হোক সুখময়। শুভ বিবাহ বার্ষিকী, আপু।

বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ
বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ

শুভ বিবাহ বার্ষিকী, প্রিয় বোন। বোন মানেই হাজারটা শাসন, অগণিত আদর, অফুরন্ত ভালোবাসা!

তুমি যেভাবে ছোটবেলা থেকে আমাদের আগলে রেখেছো, তেমনি আল্লাহ তোমার জীবন ভালোবাসা ও সুখে ভরিয়ে দিন। সংসার হোক আনন্দময় ও মঙ্গলময় সেই কামনা করি।

প্রিয় বোন, তুমি শুধু আমাদের পরিবারের অংশ নও, তুমি আমার আত্মার অংশ।তোমার সুখেই আমার সুখ, তোমার হাসিতেই আমার আনন্দ। শুভ বিবাহ বার্ষিকী, বোন।

বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ইসলামিক

প্রিয় বোন,তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইলো, আল্লাহ তোমার দাম্পত্য জীবন সুখময় ও আনন্দময় করে তুলুন। সুখে থেকো, ভালো থেকো চিরকাল। শুভ বিবাহ বার্ষিকী, বোন।

শুভ বিবাহ বার্ষিকী, বোন! আল্লাহ তোমার সংসারে অফুরন্ত রহমত দান করুন। তোমার স্বামী ও পরিবারের সঙ্গে যেন তোমার প্রতিটি দিন ভালোবাসা, সুখ ও প্রশান্তিতে কাটে। আমিন।

আসসালামু আলাইকুম প্রিয় বোন, আল্লাহ তোমার দাম্পত্য জীবন বরকতময় করুন, ভালোবাসা ও শান্তিতে ভরিয়ে তুলুন। তোমার বিবাহ বার্ষিকীতে একটাই দোয়া,  তুমি যেন দুনিয়া ও আখিরাতে সুখী হও।

শুভ বিবাহ বার্ষিকী, বোন। হে আল্লাহ, তুমি আমার বোনের সংসারকে অফুরন্ত ভালোবাসা, রহমত ও শান্তিতে ভরিয়ে দাও। তাকে ও তার পরিবারকে ঈমানের পথে পরিচালিত করো, সুখী দাম্পত্য জীবন দান করো। আমিন।

শুভ বিবাহ বার্ষিকী, আদরের বোন। বিবাহ জীবনের প্রতিটি দিন যেন ভালোবাসা, আনন্দ, ধৈর্য আর রহমতে পূর্ণ হয়, এই দোয়া করি। আল্লাহ তোমাকে ও তোমার স্বামীকে দুনিয়াতেই জান্নাতের সুখ দান করুন।

রিলেটেডঃ

শেষ কথা

ধন্যবাদ আমাদের এই লেখাটি এতোক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য। আশা করি এই লেখায় থাকা বোনের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে থেকে আপনি খুঁজে পেয়েছেন ঠিক সেই কথাগুলো, যেগুলো দিয়ে আপনার প্রিয় বোনকে তার বিবাহ বার্ষিকীতে সুন্দর ভাবে উইশ করতে পারবেন।

বোন শুধু একজন আত্মীয় না, সে অনেক সময় মায়ের মতো, বন্ধু মতো, আবার ভালোবাসা ও নির্ভরতার নাম। তার জীবনের বিশেষ দিনগুলোতে আমরা যদি ছোট্ট কিছু শব্দ দিয়ে তাকে স্পেশাল ফিল করাতে পারি, সেটা নিঃসন্দেহে তার জন্য অনেক বড় আনন্দের বিষয়।

এই শুভেচ্ছা বার্তাগুলোর মাধ্যমে আপনি শুধু শুভকামনা জানাবেন না, বরং একটা স্মৃতি তৈরি করে দেবেন, যেটা সে হয়তো সে সারাজীবন খুশির স্মৃতি মনে রাখবে।

আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামী লেখাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Bangla Caption Msg Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top