Last Updated on 20th June 2025 by Naima Begum
ভালোবাসার আরেক নাম হয়তো বিরহ। কারণ যাদের ভালোবাসি, তাদের না-পাওয়া, দূরে থাকা কিংবা হারিয়ে ফেলার অনুভূতিই আমাদের মনটাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। বিরহ মানে কেবল চোখের জল নয়, এটা এমন এক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি নীরবতা, প্রতিটি স্মৃতি হয়ে ওঠে কবিতা, উক্তি বা শব্দে গাঁথা এক দীর্ঘশ্বাস।
ভালোবাসা হারিয়ে আমরা তখন অনেকেই মনের বিরহের অনুভুতি শেয়ার করতে বিরহের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ খোজে থাকি। এই জন্যেই মূলত এই লেখার আয়োজন।
এই লেখায় আমরা তুলে ধরেছি কিছু অসাধারণ বিরহের স্ট্যাটাস, দার্শনিকদের বিচ্ছেদের উক্তি, আবেগময় ছন্দ ও ছোট ছোট বিরহের SMS, যেগুলো দিয়ে আপনি আপনার না বলা কষ্ট, একাকীত্ব কিংবা কারো অভাবের ব্যথাকে ফেসবুকসহ যেকোন সোশাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। কখনো নিজেকে হালকা করতে, কখনো বা কাউকে অনুভব করাতে, এই লেখার প্রতিটি বিরহের ক্যাপশন, স্ট্যাটাস হতে পারে আপনার প্রথম পছন্দ।
তাহলে দেরী না করে চলুন দেখে নেই পুরো লেখাটি।
বিরহের স্ট্যাটাস ২০২৫
আমাদের জীবনে যেমন সুখ আসে, তেমনি কোনো কোনো সময়ে বিরহ এসে আমাদের জীবনটাকে উলট-পালট করে দেয়, ছোট ছোট সুখের স্বপ্নগুলো মুহূর্তের ঝড়ে ছিন্নভিন্ন করে ফেলে, রেখে যায় সুখের স্মৃতি, দিয়ে যায় বিরহের যন্ত্রণা। এমন সময়ে মনের বিরহের অনুভূতি শেয়ার করতে দরকার সুন্দর সুন্দর বিরহের স্ট্যাটাস। তাদের জন্যই এই সেকশনে আমরা শেয়ার করছি সেরা কিছু বিরহের স্ট্যাটাস।
তাকে ভালোবেসে বুঝতে পারলাম, মানুষ মানুষের জীবনে হারানোর জন্য আসে, কেউ থাকার জন্য নয়…চাইলে ও কেউ থাকতে পারেনা, পারবে ও না!
ভালোবাসার মানুষ যখন বুঝতে পারবে, সে ছাড়া আপনার নিজের ছাঁয়াটাও অচল! তখন আপনাকে এমন ভাবে ছেড়ে যাবে, আপনার কাছে শুধু থেকে যাবে স্মৃতি আর রাতজাগা কিছু দীর্ঘশ্বাস!
সে যে কখনো আমার ছিলো না, সেটা বুঝতে বুঝতে আমি থাকে আরো বেশি ভালোবেসে ফেলছি! আজ সে সুখে আছে ভিন্ন কারো পাশে, আর আমি হেরে গেছি আমারই স্বপ্নের কাছে!
সব বোঝা কষ্ট দেয় না… কিছু বোঝা সয়ে যেতে যেতে অভ্যাস আর মায়া জড়িয়ে ফেলে। তাই সেটা নামলে, মনটা ভারী হয়ে যায়!

আমি খুব নিরবে, সংগোপনে, চোখের সামনেই একটু একটু করে হারাই, হারিয়ে যাই। অথচ একটা ছোট্ট শব্দ ‘সরি’ কিংবা একটু ভালোবাসা মাখানো প্রশ্রয়ের হাসি অথবা একটা ছোট্ট আলিঙ্গন বা একটু ভালোবাসার স্পর্শেই আমাকে ফেরানো যেত।
কাঁধে কিছু বোঝা ছিল, অভ্যাস হয়ে গিয়েছিল। তার ভারে হাঁপিয়ে উঠিনি, বরং মানিয়ে নিয়েছিলাম। আর আজ সেটা নেই, তবুও কেমন যেন ফাঁকা লাগছে… কষ্ট হচ্ছে।
জমানো কষ্ট থেকে যে আপনার চোখে পানি এসেছে, সেটা কেউ বুঝবে না, জানবে না, জানার চেষ্টাও করবে না, এটাই স্বাভাবিক, এটাই সত্য, এটাই নিষ্ঠুর বাস্তবতা।
স্বার্থপর এই পৃথিবীতে সন্ধিহীন আমি, নিজে নিজেকে খুঁজতে গিয়ে প্রতিনিয়ত আবার হারিয়ে যাই!
আমার ফোনে এখন আর তোমার মেসেজ আসে না, কিন্তু পুরনো নোটিফিকেশনগুলো আজও খুলে দেখি… আমার মনে হয়, অলৌকিকভাবে তুমি ফিরে আসবে।
প্রেম ও বিরহের উক্তি
যারা প্রেমের বিরহ নিয়ে প্রেম ও বিরহের উক্তি খুঁজছেন, তাদের জন্য এই সেকশনে আমরা পৃথিবীর সেরা দার্শনিকদের অসাধারণ সব প্রেম ও বিরহের উক্তি শেয়ার করছি। আপনি এখান থেকে কপি করে সহজেই তা শেয়ার করতে পারেন।
“ভালোবাসাহীন জীবন হল এমন এক বৃক্ষ, যার না আছে ফুল, না আছে ফল।” — Khalil Gibran
“তীব্র আবেগে শুরু হওয়া প্রেমই একসময় সবচেয়ে শীতল বিচ্ছেদে গিয়ে থামে।” — Socrates
“ভালোবাসা মাঝে মাঝে জাদুর মতো মনে হয়, কিন্তু অনেক সময় সেই জাদুই হয়ে ওঠে এক মরীচিকা।” — Javan
“আমরা সত্যিকারের জেগে উঠি তখনই, যখন আমরা প্রেমে পড়ি। তার আগে যেন পুরো জীবনটাই এক ঘুমের মতো।” — Leo Tolstoy
“ভালোবাসায় হার মানা, ভালোবাসা না পাওয়ার চেয়ে ঢের শ্রেয়।” — Alfred Lord Tennyson
“ভালোবাসার সুখ আসে এক পলকের জন্য, কিন্তু ব্যার্থ প্রেমের কষ্ট জুড়ে থাকে পুরো জীবন।” — Bette Davis
“ভালোবাসা ঠিক কতটা গভীর ছিলো, তা বোঝা যায় শুধু বিদায়ের মুহূর্তে।” — Khalil Gibran
“একটি শব্দ আমাদের জীবনের সমস্ত ভার ও বেদনা থেকে মুক্ত করে। সেই শব্দটি হল ভালোবাসা।” — Socrates
“ভালোবাসার একমাত্র উপায় হলো, আশা না রেখেই কাউকে ভালোবাসা।” — Walter Benjamin
“সবচেয়ে বড় সুখ হলো এই বিশ্বাস, যে কেউ আমাদের ভালোবাসে; এমনকি আমাদের সমস্ত দুর্বলতা সত্ত্বেও।” — Victor Hugo
“যে সত্যিকারের ভালোবাসে, সে নিজেকে বদলায়, প্রিয় মানুষটিকে নয়।” — Søren Kierkegaard
বিরহের উক্তি ছবি
এই সেকশনে রয়েছে বিরহের উক্তি নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস পিক ও ছবি।
কিছু বোঝা ঘাড়ের উপরে থাকতে থাকতে হয়তো অভ্যেস হয়ে যায়, মায়া পরে যায়…..! যেজন্য সেটা ঘাড় থেকে নেমে গেলেও কষ্ট হয়।

প্রাক্তন জানতো নাহ, আমি ভালোবাসতে জানি! বর্তমানটা জানে নাহ, আমি কেন ভালোবাসতে জানি নাহ!

যখন জীবনটাই নিঃস্ব, তখন নতুন স্বপ্ন দেখাটা একরকম বিলাসিতা মনে হয়। আশ্চর্য হই, কেউ কেউ কেমন করে এখনো সাহস পায় স্বপ্ন দেখার…!

দুঃখ কষ্টের দাগ যদি শরীরে আঁকা হতো, তাহলে কেউ হয়তো আর আঘাত করত না!

একটা নির্দিষ্ট সময় পর আমি বুঝতে পারি মানুষের জীবনে আমার প্রয়োজন শেষ।
মানুষের কান্না দৃশ্যমান হলে, বোধহয় অনুভূতিও আরও মানবিক হতো!

বিরহের স্ট্যাটাস sms
প্রেম ও বিরহের অনুভুতি প্রকাশ করতে যারা নতুন নতুন বিরহের স্ট্যাটাস, SMS, উক্তি শেয়ার করতে চান তাদের জন্যে এই সেকশনে রয়েছে সেরা কিছু বিরহের SMS।
শব্দহীনভাবে মনটা ভেঙে যাওয়ার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য কারণ, তবুও ভালো লাগার জন্য একটা কারণই কেনো যথেষ্ট হয়ে যায়? এই অনুপাতহীনতাই আজও ধাঁধা রয়ে গেল আমার জীবনে!
জীবনের প্রতিটা পাতাই যখন শূন্যতায় ঢাকা, তখন নতুন করে স্বপ্ন দেখতে চাওয়াটাই একধরনের পাগলামি মনে হয়! ভাবি, কেমন করে কেউ আবার সাহস পায়, ভাঙা হৃদয়ের ওপর নতুন স্বপ্ন আঁকতে?
কাউকে আটকে রাখার মতো কোনো অধিকার আমার নেই। আর কেউ যদি থাকতে চায় না, তাকেও আটকানোর মতো শক্তি আমার নেই। ক্ষণিকের জন্য হলেও, সবটাই ইচ্ছার উপর নির্ভর… আমার নয়।
মন ভাঙার ব্যথা যদি শরীরেও দাগ ফেলত, তাহলে অনেকেই কষ্ট দেওয়ার আগে একবার ভাবত।
তোমার সাথে আমার কিছুই শেষ হয়নি, শুধু থেমে গেছে… অসমাপ্ত থেকে গেছে সব, ঠিক যেমন আমি থেকে আছি, তোমার অপেক্ষায়!
একটা নির্দিষ্ট সময় পর ভুল করা মানুষগুলো বুঝতে পারে,তারা ভালোবাসা টা হারিয়ে ফেলেছে। হারিয়ে গেছে তাদের ভালোবাসার ক্ষমতা। আর সেই নির্দিষ্ট সময় পর, সময়গুলো আর ফেরে না!
ঐ রাত গুলো জানে বিতরের হাহাকার, নরম বালিশটা জানে, নিথর-নিস্তব্ধ বিছানাটা জানে, আর কেউ জানে না, জানবেও না!
সবাই ভাবে আমি ভালো আছি… অথচ রাত নামলেই তোমার স্মৃতিগুলো এসে বুকটা চেপে ধরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
ভালোবাসা শেষ হয় না, শুধু মানুষ বদলে যায়… আর আমরা শিখে ফেলি, কীভাবে ভালোবেসে একা থাকা যায়।
বিরহের কবিতা
তোমার জন্য আমি যতটা হেঁটেছি,
জানো? ওই দূর জেরুজালেম পর্যন্ত পৌঁছে যেতাম।
আর কেঁদেছি এতটাই,
যে সাহারাকেও ভিজিয়ে দিতে পারতাম।
তবু তুমি বুঝলে না… কিছুই বুঝলে না। -অজ্ঞাত
তোমার ভালোবাসায় যতটা নিজেকে খরচ করেছি,
তাতে পৃথিবীর সবচেয়ে দূর স্বপ্নেও পৌঁছানো যেতো।
আর তুমি?
আমার কষ্টের মেঘটুকুও কখনো চোখে দেখোনি। -সংগৃহীত

তোমাকে ভুলতে চেয়ে,
অবশ্যই আরো বেশি ভালোবাসি তোমায়।
তোমাকে ছাড়াতে গিয়ে,
আমি আরো গভীরে জড়িয়ে যাই।
যতোই তোমাকে দূরে যেতে বলি,
ততোই যেন তোমার হাতে বন্দি হয়ে পড়ি।
তোমাকে এড়িয়ে চলতে চাই,
কিন্তু এভাবেই তোমার প্রেমে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই। -অজ্ঞাত
মানুষের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো
শুধু কান্না নয়,
ওগুলো ব্যর্থতা, স্মৃতি, মৃত্যু, আর ইতিহাসের প্রতিচ্ছবি।
একেকটা দীর্ঘশ্বাস হয়ে ওঠে
একেকটা সভ্যতার নীরব ধ্বংসচিহ্ন।
তবুও মানুষ… বেঁচে থাকে। -সংগৃহীত
বিরহের ছন্দ
তোমার চলে যাওয়া,
অন্য কোনো গল্প নয়—
এ যেন জীবনের এক অমোঘ দারুণ দুঃখ।
হারানোর ব্যথা গেঁথে গেল বুকের গভীরে,
যতই ভুলতে চাই,
ততই মনে পড়ে তোমার সুখী হাসি।
তুমি চলে গেলে, আমি বসে থাকি
আকাশের দিকে, চোখে তোমার ছবি।
সময়টা থেমে যায়,
তবে মনে থাকে তোমার শব্দ,
প্রত্যেকটা হাওয়া ভোরের মতো,
এভাবে আমি অপেক্ষা করি,
যতটা মরা, ততটাই জীবিত।
অল্প কিছু সময়ের জন্য,
তুমি ছিলে, আমার পাশে।
আজ তুমি চলে গেলে,
আর কিছুই নেই,
শুধু একেকটি দীর্ঘশ্বাস,
একেকটি ভুল হওয়া কথা…
এভাবেই একাকী বেঁচে আছি আমি,
তোমার পিছুটানে।
তুমি চলে গেলে, আমার পৃথিবী থেমে গেছে।
মাঝে মাঝে মনে হয়, আমি কি ভুল করলাম?
তবে যে চলে যায়,
সে তো আর ফিরে আসে না।
এভাবে, আমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করি,
তবু তোমার ছায়া আমাকে তাড়া করে।
রিলেটেডঃ
- বাবাকে নিয়ে স্ট্যাটাস
- পরিশ্রম নিয়ে উক্তি
- স্মৃতি নিয়ে উক্তি
- প্রেম নিয়ে উক্তি
- জন্মদিনের শুভেচ্ছা ক্যাপশন
- বান্ধবী নিয়ে ক্যাপশন
- এপিজে আব্দুল কালামের উক্তি
- শেখ সাদীর উক্তি
- নেলসন ম্যান্ডেলার উক্তি
শেষকথা
ভালোবাসা যত গভীর হয়, বিরহও ততটাই গভীর ছায়ার মতো পিছু নেয়। আমরা সবাই কমবেশি এই অনুভূতির মধ্য দিয়ে যাই, কখনো তা বলে ফেলতে পারি, কখনো বা নিঃশব্দে পেয়ে যাই অশ্রু হয়ে গলে যাওয়া কিছু কথা। তবে এই কথাগুলোই অনেক সময় হয়ে ওঠে আমাদের নিজের সঙ্গী, যেগুলো লেখায়, কবিতায় বা স্ট্যাটাসে প্রকাশ করলেই মনটা একটু হালকা হয়, একটু শান্ত হয়।
আজকের “বিরহের স্ট্যাটাস, উক্তি, কবিতা, ছন্দ ও SMS” লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলেই এই লেখাটি সার্থক মনে হবে। এই লেখার কোন উক্তি কিংবা ক্যাপশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এছাড়াও আপনার কাছে যদি কোন সুন্দর বিরহের উক্তি, স্ট্যাটাস কিংবা ক্যাপশন থেকে থাকে তাহলে সেটি এখানে কমেন্ট করতে পারেন, আমরা বাছাই করে সেরা উক্তিটি এই লেখাতে এড করে দিবো।
আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী লেখাতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।